ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফ্রিজে পচা খাবার, আকবরিয়া হোটেলকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক | বগুড়া | প্রকাশিত: ০৮:৪১ পিএম, ২১ এপ্রিল ২০২২

বগুড়ার শাজাহানপুরে মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যপণ্য বিক্রির অপরাধে আকবরিয়া গ্র্যান্ড হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আহমেদে এ আদেশ দেন।

আসিফ আহমেদ জানান, বিকেলে আকবরিয়া গ্র্যান্ড হোটেলে অভিযানকালে অনুমোদনহীন চানাচুর, মাঠা (ঘোল), মেয়াদোত্তীর্ণ বিস্কিট ও ফ্রিজে পচা পণ্য পাওয়া গেছে। এ অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া একই দিন উপজেলার নয়মাইল এলাকায় একটি দোকানে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস রাখার দায়ে দুই হাজার টাকা এবং অপর একটি মুদি দোকানে পচা মিষ্টি বিক্রির দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত চলাকালে বিএসটিআই বগুড়ার পরিদর্শনকারী কর্মকর্তা (সিএম উইং) প্রকৌশলী জুনায়েদ আহমেদ, শাজাহানপুর থানা এস আই শামিম হাসানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

আরএইচ/জেআইএম