ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধুকন্যার হাত ধরে মেঘনা সেতুও হবে: পানিসম্পদ উপমন্ত্রী

জেলা প্রতিনিধি | শরীয়তপুর | প্রকাশিত: ০৮:২৬ পিএম, ২২ এপ্রিল ২০২২

পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব ব্যাংককে চ্যালেঞ্জ করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন। তার হাত ধরেই শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে মেঘনা সেতুও নির্মাণ হবে।

তিনি বলেন, মেঘনা সেতুটি নির্মিত হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগের ২২ জেলা, সিলেটের চার জেলা এবং চট্টগ্রাম বিভাগের ১১ জেলার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হবে।

শুক্রবার (২২ এপ্রিল) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর আলুর বাজার এলাকায় মেঘনা নদী পরিদর্শন শেষে পানিসম্পদ উপমন্ত্রী এসব কথা বলেন।

jagonews24

এনামুল হক শামীম বলেন, ‘মেঘনা সেতু হলে তিনটি সমুদ্রবন্দরের মধ্যে সড়কপথে পণ্য পরিবহনে সময় কমিয়ে আনাও সম্ভব হবে। ফলে দেশের অর্থনীতিতে বিরাট ইতিবাচক প্রভাব পড়বে। এই সেতুর একপ্রান্তে চাঁদপুরের হরিণা ফেরিঘাট, অন্যপ্রান্তে শরীয়তপুরের আলুর বাজার ফেরিঘাট। দুই ফেরিঘাটের মধ্যে দূরত্ব নদী ও চর মিলিয়ে ১০ কিলোমিটার। সেতুটি হলে চাঁদপুর ও শরীয়তপুরই শুধু লাভবানই হবে না, সারাদেশে অর্থনীতি ও যোগাযোগ ব্যবস্থার পরিবর্তনে বিপ্লব সাধিত হবে।’

উপমন্ত্রী বলেন, ‘সব ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু নির্মিত হয়ে যানবাহন চলাচলন এখন সময়ের ব্যাপার। মানবতার মা, জননেত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এবার মেঘনা সেতুও নির্মিত হবে।’

পরে পানিসম্পদ উপমন্ত্রী সখিপুর থানার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন করেন।

jagonews24

এসময় ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক খবিরুজ্জামান বাচ্চু, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক কাওসার আহমেদ তকি প্রমুখ উপস্থিত ছিলেন।

এনামুল হক শামীম সংসদ সদস্য হয়ে উপমন্ত্রী হওয়ার পর ২০১৯ সালের ১০ মার্চ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে মেঘনা সেতুর জন্য প্রস্তাব দেন। মেঘনা সেতু নির্মাণেও সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনা এবং মাস্টার প্ল্যান প্রণয়নে ছয়টি পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার। মেঘনা নদীর যে ৯টি পয়েন্ট সমীক্ষা হচ্ছে তার চারটি পয়েন্টের কাজ শেষ হয়েছে। আগামী জুন মাসের মধ্যে বাকি পাঁচটি পয়েন্টের কাজ শেষ হবে।

ছগির হোসেন/এসআর/এএসএম