ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে ২৪ কিলোমিটারজুড়ে থেমে থেমে যানজট

জেলা প্রতিনিধি | সিরাজগঞ্জ | প্রকাশিত: ১০:৪১ এএম, ২৯ এপ্রিল ২০২২

ঢাকা-সিরাজগঞ্জ সড়কে অন্তত ২৪ কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ঘরমুখো মানুষ।

শুক্রবার (২৯ এপ্রিল) ভোর থেকে সড়কে যানবাহনের চাপ থাকায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর থেকে হাটিকুমরুল পর্যন্ত সড়কে থেমে থেমে গাড়ি চলছে।

jagonews24

মনির হোসেন নামের এক বাস যাত্রী জানান, টাঙ্গাইলের এলেঙ্গা অতিক্রম করার পর থেকে হাটিকুমরুল গোল চত্বর পর্যন্ত বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি  হয়েছে। এতে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকা পড়ে আছি।

সিরাজগঞ্জ জেলার ট্রাফিক ইন্সপেক্টর আবুল আলা মওদুদ জাগো নিউজকে জানান, যানবাহনের অতিরিক্ত চাপ, চান্দাইকোনা এলাকায় একটি সেতুতে সমস্যা ও পাঁচলিয়াতে সড়ক দুর্ঘটনার কারণে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে যানজট তৈরি হয়। তবে এখন মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও তেমন যানজট নেই।

আরএইচ/জিকেএস