ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাটুরিয়াঘাটে ঘরমুখো মানুষের চাপ

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১২:৩৮ পিএম, ২৯ এপ্রিল ২০২২

মানিকগঞ্জের পাটুরিয়া ফেরি ঘাটে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। ঘাটে যাত্রীর চাপ থাকলেও ভোগান্তির অভিযোগ নেই যাত্রীদের।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ জানান, ঘাটে বৃহস্পতিবার রাতভর যাত্রী ও যানবাহনের চাপ ছিলো। গত ২৪ ঘণ্টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌ রুটে ৯ হাজার যানবাহন পারাপার হয়েছে। সাধারণ সময় যেখানে তিন সহস্রাধিক যানবাহন পারাপার হতো।

jagonews24

তিনি আরেও জানান, ছোট-বড় ২১টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এজন্য ঘাটে চাপ থাকলেও কোনো ভোগান্তি নাই। যানবাহন সুশৃঙ্খলভাবে ফেরিতে উঠছে। তবে বিকেলের যাত্রী ও যানবাহনের চাপ আরেও বাড়বে।

দুপুর ১২ পর্যন্ত পাটুরিয়া ঘাটে শতাধিক বাস ও দুই শতাধিক পণ্যবাহী ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে।

বি.এম খোরশেদ/আরএইচ/জিকেএস