ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজার যানবাহন পারাপার

জেলা প্রতিনিধি | মানিকগঞ্জ | প্রকাশিত: ১২:০১ পিএম, ৩০ এপ্রিল ২০২২

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজার যানবাহন পারাপার হয়েছে। শুধুমাত্র পাটুরিয়াঘাট দিয়েই পার হয়েছে সাড়ে আট হাজার যানবাহন।

শনিবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে এ তথ্য জানান বিআইডব্লিউটিসির আরিচা অঞ্চলের ডিজিএম মো. খালেদ নেওয়াজ।

তিনি জানান, ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও ২১টি ফেরি দিয়ে বিরামহীনভাবে পারাপার করা হচ্ছে। ফেরির সংখ্যা বাড়ায় অন্য সময়ের চেয়ে ট্রিপ সংখ্যা বেড়েছে।

manik1

গত ২৪ ঘণ্টায় শুধুমাত্র পাটুরিয়া ঘাট দিয়ে সাড়ে ৮০০ বাস, চার হাজার ২৬টি ছোট গাড়ি, তিন হাজার ২০টি মোটরসাইকেল ও ৪০২ টি ট্রাক পার হয়েছে।

যাত্রী ও পরিবহন চালকরা প্রশাসনের নির্দেশনা মেনে চললেও এবার পারাপারে বড় ধরনের কোনো ভোগান্তি হয়নি। মানুষ স্বাচ্ছন্দ্যে ঘরে ফিরতে পারছেন।

বি.এম খোরশেদ/আরএইচ/এমএস