পুলিশকে মারধরের ঘটনায় ৬ ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আইনশৃঙ্খলা কাজে বাধা ও পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত ২৫ জনকে আসামি করা হয়।
শনিবার (৩০ এপ্রিল) দুপুরে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক বাদী হয়ে মামলাটি করেন।
মামলার ছয় আসামি হলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মনসুর ও শাওন, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি জাকির, যুবলীগের সদস্য সুমন এবং সানি ও সবুজ।
এ নিয়ে উল্লাপাড়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জাগো নিউজকে বলেন, ছাত্রলীগের নেতাকর্মী ও ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা কাজে বাধা ও মারধরের ঘটনায় পুলিশ বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২৫ জনের বিরুদ্ধে মামলা করেছে। সংঘর্ষে ছাত্রলীগের নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় তাদের পক্ষ থেকেও একটি মামলা হয়েছে।
২৭ এপ্রিল রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর বাজারে দোকানের সামনে মোটরসাইকেল রাখাকে কেন্দ্র করে দোকানদার ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-মাহমুদ সরকার, যুগ্ম সম্পাদক জাকির, ছাত্রলীগ নেতা শাওন, মনসুর গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার্থে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় উল্লাপাড়া মডেল থানা পরিদর্শক (তদন্ত) এনামুল হক, কনস্টেবল মতিয়ার রহমান ও সুজাউদ্দৌলা হামলার স্বীকার হন।
এসজে/জেআইএম