ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাংলাবাজার ঘাটে যাত্রীর চাপ নেই

নিজস্ব প্রতিবেদক | মাদারীপুর | প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ০১ মে ২০২২

বাংলাবাজার ঘাটে যাত্রীর চাপ কমতে শুরু করেছে। গত তিনদিনের মতো যাত্রীদের ঢল নেই ঘাটে। লঞ্চ, স্পিডবোট ও ফেরি থেকে নেমে স্বাচ্ছন্দ্যে নিজ নিজ গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা।

শিমুলিয়া প্রান্ত থেকে লঞ্চে ধারণক্ষমতা অনুযায়ী গুনে যাত্রী তোলায় এবং দীর্ঘসময় পর পর ফেরি ঘাটে এসে ভেড়ার ফলে বাংলাবাজার ঘাটে যাত্রীদের আধিক্য কমে এসেছে।

jagonews24

বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, লঞ্চে ধারণক্ষমতার বেশি যাত্রী উঠতে দেওয়া হচ্ছে না। বাংলাবাজার লঞ্চ ঘাটেও প্রশাসনের নজরদারি রয়েছে। ফলে শিমুলিয়া ঘাটে যাত্রীদের চাপ থাকলেও ধাপে ধাপে যাত্রীরা লঞ্চ ও স্পিডবোটে পার হয়ে বাংলাবাজার ঘাটে আসছেন। এছাড়া ফেরির সংখ্যা কম থাকায় শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে দীর্ঘক্ষণ পর পর এসে ফেরি ভিড়ছে। যানবাহন আনলোড করে শিমুলিয়া গিয়ে আবার বাংলাবাজার ঘাটে আসতে দীর্ঘ সময় ব্যয় হচ্ছে। সেক্ষেত্রে ঘাটে যানবাহন আনলোড করার পর ফাঁকা থাকছে ঘাট।

যাত্রীদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নৌযানে যাত্রীদের চাপ কমেছে। অতিরিক্ত চাপ নেই। স্বাভাবিকভাবে যাত্রীরা লঞ্চে পার হয়ে আসছেন। বাংলাবাজার ঘাটেও যানবাহনে চাপ নেই।

jagonews24

বাংলাবাজার টার্মিনালে থাকা বাসের কয়েকজন সুপারভাইজার জানান, লঞ্চ এবং স্পিডবোটে স্বাভাবিক যাত্রী আসছে। একসঙ্গে অনেকগুলো লঞ্চ বা বোট ঘাটে ভিড়ছে না। ফলে একসঙ্গে যাত্রীদের চাপ তৈরি হচ্ছে না। রোববার দুপুর থেকেই যাত্রীদের চাপ কমেছে। যাত্রীরা ঘাটে নামার পর বাসে উঠলেই বাস ছেড়ে যাচ্ছে। এ কারণেই ঘাটে যাত্রীদের জটলা তৈরি হচ্ছে না।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন বলেন, ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ঘাট এলাকায় পর্যাপ্ত পুলিশ রয়েছে। যাত্রীরা যাতে ঘাটে হয়রানির শিকার না হন সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

এ কে এম নাসিরুল হক/এসআর/জিকেএস