পাটুরিয়ায় গাড়ির জন্য ফেরির অপেক্ষা!
ঈদের আগের দিন হঠাৎ পাল্টে গেলো মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের চিরচেনা দৃশ্য। গত কয়েকদিন ধরে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা শত শত গাড়ি অপেক্ষা করলেও এখন গাড়ির অপেক্ষায় বসে আছে ফেরি। ঘাটের টার্মিনাল ও সড়ক সবখানেই যানবাহন শূন্য, ফাঁকা। সোমবার (২ মে) সকালে সরেজমিনে পাটুরিয়া ফেরি ঘাট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।
সাধারণত পাটুরিয়া তিন নম্বর ঘাটের প্রবেশমুখ থেকে আরসিএল মোড় পর্যন্ত দূরপাল্লার বাসের দীর্ঘসারি থাকে। গত কয়েকদিনে ঈদযাত্রায় এই এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ফেরি পারের অপেক্ষায় আটকে থাকতে হয়েছে যানবাহনগুলোকে।

কিন্তু সোমবার সকাল থেকেই পুরো ঘাট এলাকাই যানবাহনশূন্য। পারাপারের অপেক্ষায় নেই কোনো পণ্যবাহী ট্রাকও। হঠাৎ দু‘একটি বাস ও ট্রাক এলেও, এসেই ফেরিতে উঠে যাচ্ছে। ফেরিগুলোকে ঘাটে গাড়ির অপেক্ষায় বসে থাকতে দেখা গেছে।
নেই যাত্রীর চাপও। দুই একজন যারা আসছেন তারা সহজেই ফেরি ও লঞ্চে পার হয়ে যেতে পারছেন। সাভার থেকে যশোরে যাচ্ছেন পোশাক শ্রমিক সোহেল রানা। বললেন, বাসায় একটু কাজ ছিল বলে বাড়িতে আজ ফিরছি। ভেবেছিলাম ঈদের আগের দিন ঘাটে যানজট থাকতে পারে। কিন্তু পাটুরিয়ায় উল্টো চিত্র দেখছি। ফেরিতে উঠেছি ২০ মিনিট ধরে। কিন্তু এখনো ছাড়ছে না। ঘাট এতো ফাঁকা পাবো কল্পনাও করতে পারিনি।

সোহাগ পরিবহনের চালক আলামিন জানান, পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের এই চিত্র সাধারণত দেখা যায় না। আজ ঘাটে এসে কোনো অপেক্ষা ছাড়া ফেরিতে উঠলাম। যাত্রীরাও অনেক খুশি হয়েছেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা অঞ্চলের ডিজিএম শাহ মো. খালেদ নেওয়াজ জানান, যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ থাকলেও পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে এবার ঈদ যাত্রায় বড় ধরনের কোনো ভোগান্তি ছাড়াই মানুষ পারাপার হতে পেরেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবার সড়কেও যানবাহনের শৃঙ্খলা ছিলো।

রোববার (১ মে) দুপুরের পর থেকে ঘাটে যাত্রী ও যানবাহনের চাপ কমতে থাকে। রাতভর অপেক্ষমান পণ্যবাহী ট্রাকগুলো পারাপার করা হয়েছে। বর্তমানে ঘাটে কোনো অপেক্ষমান যানবাহন নেই।
যানবাহনের সংখ্যা কমে আসায় ফেরির সংখ্যাও কমিয়ে দেওয়া হয়েছে। ২১টি ফেরির মধ্যে বর্তমানে ১৭টি চলাচল করছে। ৪টি ফেরি ঘাট এলাকায় বসিয়ে রাখা হয়েছে বলে জানান তিনি।
বি.এম খোরশেদ/এফএ/জেআইএম