একদিনে আখাউড়া বন্দর দিয়ে ভারতে গেলো ৬০০ বাংলাদেশি
ঈদের ছুটিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেছেন প্রায় ৬০০ বাংলাদেশি। ঈদের পরদিন বুধবার (৪ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দর দিতে যাতায়াত করেছেন এক হাজার ৩৪ জন যাত্রী।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের সহকারী ইনচার্জ মোরশেদুল হক জাগো নিউজকে জানান, করোনার কারণে প্রায় দুই বছর এই বন্দর দিয়ে ভ্রমণভিসাধারী যাত্রী পারাপার বন্ধ ছিল। এখন ভ্রমণ ভিসা দেওয়া শুরু হওয়ায় যাত্রীদের চাপ বেড়েছে। ঈদের কারণে গত এক সপ্তাহ যাতায়াত আরও বেড়ে গেছে।

স্থলবন্দর সূত্র জানায়, ঈদের দিন (৩ মে) আখাউড়া বন্দর দিয়ে যাতায়াত করেছেন ৫০৩ জন যাত্রী। ঈদের পরদিন পারাপার হয়েছেন এক হাজার ৩৪ জন যাত্রী। এদের মধ্যে ভারতে গেছেন ৬৭৯ জন।
ভারতে যাওয়াদের মধ্যে বাংলাদেশি ৫৯৫ জন, ভারতীয় ৮৩ জন ও একজন যুক্তরাষ্ট্রের নাগরিক আছেন।

স্থলবন্দর দিয়ে বুধবার বাংলাদেশে প্রবেশ করা ৩৫৫ জনের মধ্যে বাংলাদেশি ছিলেন ২০৬ জন। ভারতীয় ১৪৯ জন। এদের মধ্যে বেশিরভাগ ছিলেন ভ্রমণ ও মেডিকেল ভিসাধারী।
গত তিনদিন আগে এ বন্দর দিয়ে রেকর্ড সংখ্যক ১৪৭৭ জন যাত্রী যাওয়া-আসা করে। আগামী কয়েকদিন যাত্রী সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/জিকেএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ নকল দুধ তৈরির দায়ে কারখানা মালিকের এক বছর কারাদণ্ড
- ২ এলপিজি সংকটে সব গ্যাস স্টেশন বন্ধ, ভোগান্তিতে চালক-সাধারণ মানুষ
- ৩ কোটিপতি ‘ব্যবসায়ী’ তাহেরীর স্ত্রীর নামে কিছুই নেই
- ৪ মোড়কজাত নিবন্ধন না থাকায় দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা
- ৫ ‘প্রত্যেক ভোটকেন্দ্রে ক্যামেরা থাকবে, লাইভ দেখা যাবে থানা থেকে’