ব্রিজের নিচে মিললো বৃদ্ধার মরদেহ
ফাইল ছবি
নওগাঁর মহাদেবপুরে বলিহার ব্রিজের নিচ থেকে অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে নওহাটা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বলিহার ব্রিজের নিচে পানিতে একটি গাছের ডালের সঙ্গে ওই বৃদ্ধার মরদেহটি আটকে ছিল। মরদেহটি দেখার পর স্থানীয়রা নওহাটা পুলিশ ফাঁড়িতে সংবাদ দেয়।
নওহাটা পুলিশ ফাঁড়ি ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অজ্ঞাত ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ পানিতে পড়ে থাকায় ফুলে উঠেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আব্বাস আলী/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ২ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৩ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৪ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী
- ৫ ধানি জমি ধ্বংস করে অবাধে পুকুর খনন, জলাবদ্ধতায় হাজারো কৃষক