ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

হাতুড়ি দিয়ে কর্মীর মাথা ফাটালেন আ’লীগ নেতা

জেলা প্রতিনিধি | লক্ষ্মীপুর | প্রকাশিত: ০১:১৫ পিএম, ০৮ মে ২০২২

আসন্ন সম্মেলনে তালিকা নিয়ে প্রতিবাদ করায় হাতুড়ি দিয়ে কর্মীর মাথা ফাটানোর অভিযোগ উঠেছে জামসেদ আমিন মিশন নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

শনিবার (৭ মে) রাত ১১টার লক্ষ্মীপুর সরকারি কলেজ হোস্টেল এলাকার একটি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত সাইফুল ইসলাম সুমনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার আমিন উল্যা ড্রাইভার বাড়ির মো. সেলিমের ছেলে এবং আওয়ামী লীগের সক্রিয়কর্মী। অভিযুক্ত মিশন লক্ষ্মীপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তি জানিয়েছেন, ১১মে লক্ষ্মীপুর সদর থানা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। ৯ নম্বর ওয়ার্ডের তালিকায় প্রবীণ ও ত্যাগী নেতারা বাদ পড়েছেন বলে সুমনসহ কয়েকজন নেতাকর্মী প্রতিবাদ জানান। এর জের ধরে কলেজ হোস্টেল এলাকার সিটি এন্টারপ্রাইজে এসে মিশন সুমনকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। না পেরে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন৷ পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

অভিযোগ অস্বীকার করে কাজী জামসেদ আমিন মিশন দাবি করেন, সুমন ও রুমি তার ওপর হামলা করেছেন। তারা নেশাগ্রস্ত ছিলেন। কাউন্সিলর তালিকায় অনিয়ম হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। তবে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কাজল কায়েস/এসজে/এমএস