ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মেহেরপুরে চেয়ারে বসাকে কেন্দ্র করে আ’লীগের দুই পক্ষে সংঘর্ষ

জেলা প্রতিনিধি | মেহেরপুর | প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০৯ মে ২০২২

মেহেরপুরের মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন।

সোমবার (৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের মিলনায়তনে জেলা আওয়ামী লীগ সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এবং মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাসের কর্মী-সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ লাঠিচার্জ করলে উভয় পক্ষের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে কেন্দ্রীয় নেতারা সম্মেলনস্থলে পৌঁছালে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়।

jagonews24

প্রত্যক্ষদর্শীরা জানান, মুজিবনগর কমপ্লেক্স মিলনায়তনে সম্মেলন শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে চেয়ারে বসা ও স্লোগান দেওয়াকে কেন্দ্র করে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি জিয়া উদ্দিন বিশ্বাসের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এ সময় দুপক্ষের কর্মীরা চেয়ার ছুড়ে ও লাঠিসোটা নিয়ে একে অপরের ওপর হামলা চালান। পরে পুলিশ লাঠিচার্জ শুরু করলে উভয় পক্ষের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যার। এ সময় বেশ কয়েকজন আহত হন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী রাসেল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে শান্তিপূর্ণভাবে সম্মেলন সম্পন্ন হয়েছে।

এদিকে বিকেলে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ভোটের মাধ্যমে রফিকুল ইসলাম তোতাকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন।

আসিফ ইকবাল/এসআর/এএসএম