ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

ফরিদপুরে আ’লীগের সম্মেলন, শহরে সবধরনের যান প্রবেশ বন্ধ

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৯:১৩ পিএম, ১১ মে ২০২২

রাত পোহালেই ফরিদপুর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকে সম্মেলন। শহরের রাজেন্দ্র কলেজ মাঠে প্রস্তুত করা হয়েছে বিশাল মঞ্চ। সম্মেলনকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১২ মে) সকাল ৭টা থেকে জেলায় সবধরনের যান প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

দলীয় একাধিক সূত্র জানায়, সকাল ১০টায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ভার্চুয়ালি সম্মেলন উদ্বোধন করবেন। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী জাফরুল্লাহ। বিশেষ অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, জাহাঙ্গীর কবির নানক ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি এমপি, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান, বন ও পরিবেশ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, কার্যনির্বাহী সদস্য আনোয়ার হোসেন, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু এমপি, সৈয়দ আব্দুল আউয়াল শামীম, পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এমপি।

jagonews24

সূত্র জানায়, সম্মেলনে ৪০০ কাউন্সিলর ও ৬০০ ডেলিগেটর থাকছেন। আর সম্মেলনস্থলে নিযুক্ত থাকছেন ৩০০ স্বেচ্ছাসেবী। সম্মেলনে ১৫ হাজার নেতাকর্মীর বসার ব্যবস্থা করা হয়েছে। ৫০০ সিলিং ফ্যানের পাশাপাশি থাকছে সিসি ক্যামেরা। ঢাকা থেকে কলরেডি মাইক ভাড়া করে আনা হয়েছে। প্রায় ২০ হাজার নেতাকর্মী সম্মেলনস্থল ও আশেপাশে উপস্থিত হবে বলে ধারণা করা হচ্ছে।

মাঠ জুড়ে বাঁশ ও সামিয়ানা দিয়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। মাঠের পূর্ব পাশে নৌকার আদলে তৈরি করা হয়েছে মূল মঞ্চ। পেছনে ছাউনির আদলে স্থাপন করা হয়েছে বড় এলইডি টিভি। তবে দুদিনের বৃষ্টিতে মাঠের ঘাসে পানি জমে গেছে। সেখানে বালি দিয়ে কাদা-পানি অপসারণের কাজ চলছে।

ফরিদপুরের ট্রাফিক ইন্সপেক্টর তুহিন লস্কর জাগো নিউজকে জানান, আওয়ামী লীগের এ সম্মেলনে  ব্যাপক জনসমাগমের উপস্থিতিকে মাথায় রেখে শহরে যান চলাচল সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের প্রবেশমুখ ভাঙ্গা রাস্তার মোড় থেকে বাস, ট্রাক, মোটর সাইকেল ও রিকশাসহ অন্যান্য সবধরনের যান প্রবেশ বন্ধ থাকবে। শহরে সীমিত পরিসরে যান চলাচল করলেও স্টেশন রোড রেল ক্রসিং, টেপাখোলা সোনালী ব্যাংকের মোড়, লালের মোড় ও পাসপোর্ট অফিসের সামনের সড়কে কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে না।

এছাড়া কমলাপুর পিডব্লিউডি অফিস, পানির ট্যাংক, টিঅ্যান্ডটি অফিস, মাতৃমঙ্গল হাসপাতাল ও অফিসার্স ক্লাবের সামনের সড়কে কোনো গাড়ি চলবে না। লোকজন পায়ে হেটে চলাচল করবে।

jagonews24

এ ব্যাপারে ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন জাগো নিউজকে বলেন, সম্মেলন বাস্তবায়নে গঠিত প্রস্তুত কমিটি ও বিভিন্ন উপ-কমিটি নিরলসভাবে কাজ করছে। বৈরী আবহাওয়াকে মাথায় রেখেই সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি সম্মেলনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

এ ব্যপারে ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান জাগো নিউজকে বলেন, সম্মেলনে ফরিদপুর জেলা ছাত্রলীগ বড় বহর নিয়ে ঢুকবে। সম্মেলনে ফরিদপুর জেলা ছাত্রলীগ সঠিক সময়ে মাঠে অবস্থান নিবে এবং যেখানে যেই নেতাকর্মী রয়েছে তারা নিজেদের জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা নিয়ে কাজ করবে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা জাগো নিউজকে বলেন, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্মরণকালের সেরা সম্মেলন উপহার দিতে পারবো বলে আশা করছি।

এর আগে ২০১৬ সালে ফরিদপুরের সদর আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস