ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

রোহিঙ্গা ক্যাম্প থেকে তেল-চিনি সংগ্রহ করে মজুতের চেষ্টা, আটক ১

টেকনাফ (কক্সবাজার) | প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১২ মে ২০২২

টেকনাফে ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নুর কবির (২৭) নামের স্থানীয় এক ব্যক্তিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বুধবার (১২ মে) দিনগত রাত সাড়ে ১২টায় ২৭ নম্বর জাদিমুড়া ক্যাম্পের চেকপোস্টে তল্লাশি চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।

আটক নুর কবির উপজেলার পশ্চিম লেদা এলাকার মৃত কামালের ছেলে।

১৬ এপিবিএনের অধিনায়ক এসপি তারিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এপিবিএন সূত্রে জানা যায়, একটি সাদা রঙের লেগুনায় তল্লাশি চালানো হয়। সেখানে ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি পাওয়া যায়। এগুলো অবৈধভাবে মজুতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। পরে নুর কবির নামের একজনকে আটক ও লেগুনায় থাকা মালামাল জব্দ করা হয়।

রোহিঙ্গা ক্যাম্প থেকে তেল-চিনি সংগ্রহ করে মজুতের চেষ্টা, আটক ১

আটক ব্যক্তি জিজ্ঞাসাবাদে জানান, একই এলাকার শামসুসহ (৫০) তিনি এসব মালামাল রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করেছেন।

এপিবিএন অধিনায়ক জানান, আটক ও জব্দ মালামালের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআর/জেআইএম