ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে ২৩৫০ লিটার ভোজ্যতেল উদ্ধার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৩ মে ২০২২

নোয়াখালীর বেগমগঞ্জে দুই হাজার ৩৫০ লিটার মজুদ সয়াবিন তেল উদ্ধার করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (১৩ মে) দুপুরে চৌমুহনী কালিতারা ও ডিবি রোডে অভিযানের চালিয়ে এ আদেশ দেন ভোক্তা অধিকার অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাওছার মিয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালিতারা রোডের মেসার্স এন এস ট্রেডার্সে অভিযান চালিয়ে ৩৫০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে ওই দোকানিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন ডিবি রোডের নিউ ভাই ভাই স্টোরে দুই হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করে ওই দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে উদ্ধার হওয়া তেল উপস্থিত ভোক্তাদের লিটারপ্রতি ১৬০ টাকা ও পাঁচ লিটার বোতল ৭৬০ টাকা দরে বিক্রি করা হয়।

মো. কাওছার মিয়া আরও বলেন, বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট সৃষ্টির জন্য অসাধু ব্যবসায়ীরা অবৈধভাবে তেল মজুদ করে রাখার অভিযোগ পেয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে নামে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ইকবাল হোসেন মজনু/আরএইচ/জেআইএম