ঝিনাইদহে রেললাইনের পাশ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় রেললাইনের পাশ থেকে এক বৃদ্ধের মরদেহ (৫৫) উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ মে) সকাল ৭টার দিকে উপজেলার আদর্শপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় জানা যায়নি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শনিবার সকালে পথচারীরা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও বলেন, ধারণা করা হচ্ছে- নিহত বৃদ্ধ ভিক্ষুক ছিলেন। তিনি হয়তো চলন্ত কোনো ট্রেনের গেটে বসেছিলেন। ভোরের দিকে ট্রেন থেকে পড়ে মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়েছে।
আব্দুল্লাহ আল মাসুদ/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ স্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসককে অব্যাহতি ও শোকজ
- ২ মৃতের বাড়ি থেকে ফেরার পথে সড়কে লাশ হলেন শাশুড়ি-পুত্রবধূ
- ৩ গাজীপুরে ভাড়া ফ্ল্যাটের দরোজা ভেঙে প্রধান শিক্ষিকার মরদেহ উদ্ধার
- ৪ নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন, ইউনূসের হাত রক্তে রঞ্জিত
- ৫ ঠাকুরগাঁওয়ে সারের ডিলারশিপ বাঁচাতে পদ ছাড়লেন ইউপি চেয়ারম্যান