‘রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে সামনে বড় চ্যালেঞ্জ আসবে’
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে সামনে বড় চ্যালেঞ্জ আসবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী (বীর বিক্রম)। এজন্য সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।
প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ইউক্রেনে যুদ্ধের কারণে সারা পৃথিবীতেই বিপদের সময় এসেছে। আমদানি করা সব পণ্যের দাম বহুগুণ বেড়েছে। বিশেষ করে জ্বালানি পণ্যের দাম বেশি বেড়েছে। যে কারণে আমাদেরও বেশ কয়েকটি পণ্যে দাম বাড়াতে হয়েছে। যদি ইউক্রেন যুদ্ধ দীর্ঘমেয়াদি হয় তাহলে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ আসবে। সেদিকেও সর্তক থাকতে হবে। এক্ষেত্রে সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
তিনি বলেন, (রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে) পৃথিবীর অনেক দেশ তাদের প্রয়োজনীয় পণ্য রপ্তানি বন্ধ করে দিয়েছে। আমাদের সবাইকে সহনশীলতা ও সাহসের সঙ্গে এই চ্যালেঞ্জকে মোকাবিলা করতে হবে।
রোববার (১৫ মে) দুপুরে ফরিদপুর সার্কিট হাউজে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এ সময় অন্যদের মধ্যে জেলা প্রশাসক অতুল সরকার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আসলাম মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাসলিমা আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ড. তৌফিক-ই-ইলাহী আরও বলেন, ‘সরকারেরতো একটা সীমাবদ্ধতা রয়েছে। কতটুকু ভর্তুকি দিতে পারবে...বিশ্ববাজারের সঙ্গে তাল রেখে, দেশের মুদ্রাস্ফীতি ঠিক রাখতেই যতটুকু সম্ভব ভর্তুকি দেওয়া হচ্ছে।
দেশের বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সারা পৃথিবী যখন কঠিন সময় পার করছে তখন আপনাদের আনন্দ পাওয়ার কিছু নেই। বরং সরকারের পাশে থেকে এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহযোগিতা করুন। এতে দেশ ও জাতির কল্যাণ হবে।’
দেশের বহু ক্ষেত্রে উন্নয়ন প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুতের উন্নয়ন সব কিছুকে ছাড়িয়ে গেছে। এত অল্প সময়ে ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া কঠিন কাজ ছিল। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বেই সেটা সম্ভব হয়েছে। আর অল্প কিছুদিন পরেই পদ্মা সেতু চালু করা হবে।
তিনি বলেন, আমাদের অর্থনৈতিক উন্নতি উপমহাদেশের মধ্যে অনেক ভালো অবস্থায় রয়েছে। বর্তমানে যেখানে করোনার কারণে জিডিপি অনেক দেশে হ্রাস পেয়েছে, আমাদের সেখানে বেড়েছে। এটা আল্লাহর মেহেরবানিতেই সম্ভব হয়েছে।
এন কে বি নয়ন/এসআর/জিকেএস