বান্দরবানে ট্রাক খাদে পড়ে চালক নিহত
বান্দরবানের থানচিতে ট্রাক খাদে পড়ে মো. মুসা নামে এক চালক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মে) রাতে বান্দরবান-থানচি সড়কের জীবননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার জনার কেওঁচিয়া ৭নং ওয়ার্ডের সামিয়ার পাড়ার সালেহ আহম্মদের ছেলে।
পুলিশ জানায়, নির্মাণকাজে ব্যবহৃত সিলেকশন বালু বান্দরবান থেকে থানছিতে নেওয়ার পথে জীবননগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি গভীর খাদে পড়ে যায়। এসময় চালক মো. মুসা ঘটনাস্থলেই মৃত্যু হয়।
খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আহত হয়েছে ট্রাকের মালিক মো. সেলিম। তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ রায় বলেন, বালু বোঝাই ট্রাকটি থানচি আসার পথে জীবননগরে গভীর খাদে পড়ে যায়। এ ঘটনায় চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
নয়ন চক্রবর্তী/এএইচ/এএসএম