ফেসবুক পেজ খুলে প্রতারণার অভিযোগে যুবক আটক
র্যাবের হাতে আটক রবিন বিশ্বাস
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পেজ খুলে প্রতারণার অভিযোগে রবিন বিশ্বাস নামের এক যুবককে আটক করেছে র্যাব।
সোমবার (২৩ মে) র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
রবিন সিলেটের কোতোয়ালী থানার নয়া সড়ক এলাকার জন বিশ্বাসের ছেলে। তিনি বর্তমানে ঢাকার কেরানীগঞ্জের সাক্তা ইউনিয়নের আরশিনগর এলাকায় বসবাস করেন।
এর আগে রোববার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে আরশিনগর এলাকার একটি দোকান থেকে তাকে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে ৪ লাখ ৫৬ হাজার টাকাসহ চারটি মোবাইল উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, অভিযোগকারী আরাফাত লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় ব্যবসায়ী। ‘পাইকারি বাজার’ নামে একটি ফেসবুক পেজে ৫ লিটার সয়াবিন তেলের বাজার মূল্য ৯৫০ টাকার স্থলে ৭০০ টাকা সরবরাহ করা হবে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞাপনটি দেখে ১৩ মে আরাফাত চার লাখ ৫৬ হাজার টাকার তেল, মসুর ডাল, চিনি, ময়দা ও গুঁড়া দুধের অর্ডার দেন। রবিনের দেওয়া দুটি নগদ নম্বরে তিনদিনে আরাফাত টাকাগুলো পাঠান। কিন্তু এক সপ্তাহ অতিবাহিত হলেও পণ্য সরবরাহ না করায় আরাফাত রবিনকে ফোন দেন। এতে টাকা বা পণ্য কোনোটিই দেবে বলে জানায় রবিন। এ ঘটনায় ১৮ মে আরাফাত র্যাব কার্যালয়ে অভিযোগ করেন।
র্যাব জানায়, চলতি বছরের ১৮ মার্চ রবিন ফেসবুকে ‘পাইকার বাজার’ পেজটি চালু করেন। তার পরিচয় গোপন রেখে পণ্য সরবরাহের নামে ই-ট্রানকেজশনের মাধ্যমে সারাদেশে গ্রাহকদের কাছ থেকে ১৪-১৫ লাখ টাকা আত্মসাৎ করেন। কাউকেই কোনো পণ্য সরবরাহ করা হয়নি।
র্যাব-১১ এর নোয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক খন্দকার মো. শামীম হোসেন বলেন, ই-কমার্সের নামে প্রতারণা করে রবিন কয়েক লাখ টাকা হাতিয়ে নেন। তার বিরুদ্ধে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানায় মামলা প্রক্রিয়াধীন।
কাজল কায়েস/আরএইচ/এএসএম