মিরসরাইয়ে ডাকাত সন্দেহে ৩ র্যাব সদস্যকে গণপিটুনি
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অভিযান চালানোর সময় ডাকাত সন্দেহে তিন র্যাব সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এ সময় অভিযানে থাকা র্যাবের একটি প্রাইভেটকারও ভাঙচুর করে তারা।
মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বারইয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকা- চট্টগ্রাম হাইওয়ের মসজিদ গলির সামনে ওভারব্রীজের নিচে র্যাব-৭ ফেনী ক্যাম্পের সদস্যরা অভিযানে গেলে স্থানীয় জনতা ডাকাত সন্দেহে তাদের ওপর আক্রমণ করে। এতে র্যাবের তিন সদস্য গুরুতর আহত হন।
পরে র্যাবের প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৪৫ -২০২৯) ভাঙচুর শুরু করলে পরিস্থিতি মোকাবিলায় র্যাব সদস্যরা বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি করেন।
আহত র্যাব সদস্য কাউসার (২৯), মোখলেস (৩৩) ও পারভেজকে (২৮) প্রথমে বারইয়ারহাট মেডিকেল সেন্টারে নেওয়া হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়।
এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন বলেন, হামলার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাই আমরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা করি।
এদিকে, ঘটনার বিষয়ে জানতে র্যাব -৭ এ টেলিফোনে যোগাযোগ করা হলে এ ব্যাপারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে অপারগতা প্রকাশ করেন তারা।
এমপি/
সর্বশেষ - দেশজুড়ে
- ১ বিদ্যুতের অপরিকল্পিত খুঁটি-তারে ঝুঁকিতে চাঁদপুর শহরবাসী
- ২ ইব্রাহিম নবীর কোরবানির চেয়েও জামায়াত নেতার কোরবানি বড়!
- ৩ চা বাগানের ৬৯ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষাবঞ্চিত ৯ হাজার শিশু
- ৪ খালেদা জিয়ার দোয়া অনুষ্ঠানে বিএনপির দুই গ্রুপের হট্টগোল
- ৫ দুই ঠিকাদারের ঠেলাঠেলিতে আটকা ২০ ফুট রাস্তা, দুর্ভোগে শহরবাসী