মির্জাপুরে হৃদরোগে মেম্বার প্রার্থীর মৃত্যু
মেম্বার প্রার্থী মোহাম্মদ আলী
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থী মোহাম্মদ আলী (৬২) হৃদরোগে মারা গেছেন। তিনি ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাবেক মেম্বার এবং কামারপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
ভাওড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান বলেন, মোহাম্মদ আলী শনিবার (২৮ মে) সকালে কামারপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে পথিমধ্যেই মারা যান। তিনি আগামী ১৫ জুন ওয়ার্ড সদস্য নির্বাচনে তালা প্রতীকের প্রার্থী ছিলেন।
আমজাদ হোসেন আরও বলেন, এরইমধ্যে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন। মোহাম্মদ আলীর মৃত্যুতে তার কর্মী-সমর্থকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মির্জাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা বেগমও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মোহাম্মদ আলী ওই ওয়ার্ডের মেম্বার প্রার্থী ছিলেন। তিনি আজ সকালে মারা গেছেন বলে শুনেছি।
এস এম এরশাদ/এমআরআর/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ দ্বৈত নাগরিকত্ব: বিতর্ক পেরিয়ে অবশেষে ভোটের মাঠে বিএনপির মিন্টু
- ২ রোল ২২ থেকে ২, সাফল্য দেখে যেতে পারলো না শিশু আয়েশা
- ৩ বিদ্রোহী প্রার্থী হয়ে বহিষ্কার হলেন বিএনপির তিন বারের সংসদ সদস্য
- ৪ কনকনে শীতের রাতে রাখাইন পাড়ায় কম্বল নিয়ে হাজির ইউএনও-এসিল্যান্ড
- ৫ সাতক্ষীরায় ভেজাল সার তৈরির সরঞ্জাম জব্দ, দুই প্রতিষ্ঠানকে জরিমানা