ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে পুকুর খুঁড়তেই মিললো ৮০ কেজির প্রাচীন মূর্তি

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ২৯ মে ২০২২

নাটোরের সিংড়ায় একটি পুকুর সংস্কারের সময় প্রায় ৮০ কেজি ওজনের একটি প্রাচীন মূর্তি উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মে) দুপুর ১টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের বেলতা গ্রামের একটি সরকারি পুকুর সংস্কারের সময় মূর্তি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে। এ নিয়ে ওই পুকুর থেকে তিনটি মূর্তি উদ্ধার হলো।

রামানন্দ খাজুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, বেলতা গ্রামের একটি সরকারি পুকুর সংস্কারের সময় মূর্তি পাওয়া যায়। পরে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করেছে।

রেজাউল করিম রেজা/এমআরআর/জিকেএস