নাটোরে এক কৃষকের ছয় গরু চুরি
ফাইল ছবি
নাটোরের সিংড়ায় গরু চোরের উপদ্রব বেড়েছে। শনিবার (২৮ মে) রাতে উপজেলার সাতপুকুরিয়া গ্রাম থেকে রফিকুল ইসলাম নামে এক কৃষকের ছয়টি গরু চুরি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত দু’সপ্তাহ ধরে হঠাৎ করে চলনবিলের বিভিন্ন এলাকায় চোরের উপদ্রব বেড়েছে। গোয়ালের শিকল কেটে গরু চুরি হচ্ছে। শনিবার রাতে সাতপুকুরিয়া গ্রামের কৃষক রফিকুল ইসলাম আকন্দের গোয়ালের শিকল কেটে ছয়টি গরু চুরি হয়। খবর পেয়ে সকালে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে, সম্প্রতি হিজলী গ্রামের কৃষক আলী আজগরের গোয়াল থেকে তিনটি গরু চুরি হয় এবং পাশের মাগুড়া গ্রামের কৃষক সায়বর সরদারের গোয়াল থেকে পাঁচটি গরু চুরি হয়। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
সাঁতপুকুরিয়া গ্রামের কৃষক রফিকুল ইসলামের স্ত্রী মুক্তা বেগম বলেন, প্রতিদিনের ন্যায় শনিবার সন্ধ্যায় গরুর গোয়ালে তালা দিয়ে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন শিকল কেটে গরু চুরি হয়ে গেছে। এতে তাদের প্রায় চার লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।
ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আরিফুল ইসলাম বলেন, গরু চুরির বিষয়টি থানায় জানানো হয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। চোরকে ধরার চেষ্টা চালানো হচ্ছে। চলনবিল এলাকায় গরু চুরি ঠেকাতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
রেজাউল করিম রেজা/এমআরআর/জিকেএস