ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাসের ধাক্কায় প্রাণ গেলো ভাইয়ের, হাসপাতালে বোন

জেলা প্রতিনিধি | নীলফামারী | প্রকাশিত: ০২:৪০ পিএম, ৩০ মে ২০২২

বোনকে নিয়ে মোটরসাইকেলে করে স্কুল যাওয়ার পথে বাসের ধাক্কায় সোহাগ ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন সাথী আক্তার (১৫)।

সোমবার (৩০ মে) সকালে ডিমলা উপজেলার সর্দার হাট এলাকায় এ ঘটনা ঘটে। সোহাগ ইউনিয়নের দক্ষিণ কুমারপাড়া এলাকার মো. আব্দুল হামিদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে বের হলে পথে চাচাতো বোন ডিমলা জেলা পরিষদ স্কুলের দশম শ্রেণির ছাত্রী সাথী আক্তারের সঙ্গে দেখা হয় সোহাগের। সোহাগ তাকে মোটরসাইকেলে তুলে স্কুলের দিকে যাওয়ার পথে সর্দার হাট এলাকায় বিপরীত দিকে থেকে আসা আনিতা পরিবহনের একটি বাস ধাক্কা  দেয়। এতে ঘটনাস্থলে সোহাগ নিহত হন। গুরুতর আহত সাথী আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় জানা, বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন।

আরএইচ/জিকেএস