নোয়াখালীতে মাদকসহ তিন কারবারি গ্রেফতার
মাদক উদ্ধারের ঘটনায় গ্রেফতাররা
নোয়াখালীর বেগমগঞ্জ ও সেনবাগে পৃথক অভিযানে ৮০ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ তিন কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ মে) সকালে বেগমগঞ্জের সেতুভাঙা জাহাজ কোম্পানির পোল ও সেনবাগের আজিজপুরে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- বেগমগঞ্জ উপজেলার আবদুল্লাহপুরের হাওলা বাড়ির মো. মোস্তাফিজুর রহমান বাবু (৪০) ও একই উপজেলার আলাইয়ারপুর গ্রামের মো. মোস্তফা (৩৫) ও সেনবাগের চাঁদপুর গ্রামের রনি চন্দ্র দাস (৩০)।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম দুপুরে মাদকসহ গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।
তিনি বলেন, বেলা ১১টার দিকে ফেনী-লক্ষ্মীপুর মহাসড়কের দক্ষিণ পাশে তুহিনের ভাঙারি দোকানের পাশ থেকে ১৮ বোতল বিদেশি মদসহ রনি চন্দ্র দাসকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

অন্যদিকে সকাল পৌনে ১০ টায় সেনবাগের আজিজপুরের হানিফ মেম্বারের বাড়ির সামনে থেকে ৬২ বোতল বিদেশি মদ ও আট কেজি গাঁজাসহ মোস্তাফিজ বাবু ও মোস্তফাকে গ্রেফতার করে সেনবাগ থানা পুলিশ।
এসপি আরও জানান, উভয় ঘটনায় আলাদা মামলা দায়ের করে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকমুক্ত নোয়াখালী গড়ার লক্ষ্যে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।
ইকবাল হোসেন মজনু/এমআরআর/এএসএম