মেহেরপুরে বাসচাপায় প্রাণ গেলো শিশুর
প্রতীকী ছবি
মেহেরপুরের গাংনীতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী বাস চাপায় আম্মান (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (৩১ মে) সকাল ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর সড়কের পশ্চিম মালসাদহ ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। শিশু আম্মান গাংনীর পশ্চিম মালসাদহ গ্রামের আব্দুর রহিমের ছেলে।
আম্মানের মা হেনা খাতুন জানান, আম্মান রাস্তা পার হয়ে তার দাদির কাছে যাওয়ার সময় কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আম্মানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আসিফ ইকবাল/এমআরআর/জেআইএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ