অনুমোদন ছাড়া আইসক্রিম তৈরির দায়ে যুবকের কারাদণ্ড
নকল প্যাকেট ও কেমিক্যালসহ বিভিন্ন সরঞ্জাম নষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত
বাগেরহাটের মোরেলগঞ্জে অনুমোদন ছাড়া আইসক্রিম তৈরি ও বিপণনের দায়ে লিটন শিকারি (৩২) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১ জুন) দুপুরে উপজেলার বারুইখালী এলাকায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাসেম এ আদেশ দেন।
এসময় কারখানা থেকে নকল প্যাকেট, কেমিক্যাল, কাপড়ের রং, ময়দা, ফরমালিনসহ আইসক্রিম ও কোমলপানীয় তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মালামাল তাৎক্ষণিকভাবে সবার সামনে বিনষ্ট করা হয়। পরে সাজা শেষে সরকারি নিয়ম মেনে ফ্যাক্টরি পরিচালনা করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
রুবাইয়া বিনতে কাসেম জানান, দীর্ঘদিন ধরে পরিচিত কোম্পানির বোতল ও মোড়কে নিম্নমানের নকল খাদ্যপণ্য বিক্রি করতেন লিটন। ভোক্তা অধিকার আইনে তাকে কারাদণ্ড দেওয়া হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরএইচ/এএসএম