মঙ্গলবার থেকে নৌযান শ্রমিকদের লাগাতার কর্মবিরতি
আগামী মঙ্গলবার রাত ১২টা ১মিনিট থেকে ১৫ দফা দাবিতে সারাদেশে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।
নৌযান শ্রমিকদের সর্বনিম্ন মজুরি দশ হাজার টাকা নির্ধারণসহ মজুরি কাঠামো ঘোষণা, নৌ শ্রমিকদের সার্ভিস বুক প্রদান, প্রভিডেন্ট ফান্ট গঠনসহ নানা দাবিতে কর্মবিরতির ডাক দেয়া হয়েছে।
কর্মবিরতীর খবর প্রচার ও কর্মবিরতী সফল করতে দেশের নদীবন্দর ও লঞ্চঘাটগুলোতে পোস্টার লাগানো হয়েছে।
২৪ জানুয়ারি ঢাকায় সংবাদ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেবে।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মো. শাহ আলম শনিবার বিকেলে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সরকার ও সংশ্লিষ্টদের কাছে আমাদের দাবি জানিয়ে সভা, সেমিনার, স্মারকলিপি, চিঠি দেয়াসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন। তবে আমাদের দাবি বাস্তবায়নে কেউ কোনো পদক্ষেপ নেয় নি।
সাইফ আমীন/এমএএস/আরআইপি
সর্বশেষ - দেশজুড়ে
- ১ সর্বসাধারণের শ্রদ্ধার জন্য খুলে দেওয়া হলো স্মৃতিসৌধ
- ২ আড়াই মাস আগে ফেলে যাওয়া ভারতীয় ট্রাকে মিললো কোটি টাকার অবৈধ পণ্য
- ৩ পিরোজপুরে শাপলা পাতা মাছ বিক্রির অভিযোগে তিনজনকে জরিমানা
- ৪ মনোনয়নপত্র সংগ্রহ করলেন বিএনপি প্রার্থী মনিরুল হক
- ৫ মাদকের টাকা না পেয়ে বাগবিতণ্ডা, বাবার ছুরিকাঘাতে প্রাণ গেলো ছেলের