কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বহিষ্কার ২৪
ফাইল ছবি
কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে ২৪ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এরমধ্যে পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকলের অভিযোগে এক নারীসহ দুই পরীক্ষার্থীকে আটক করা হয়।
শুক্রবার (৩ জুন) প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা চলাকালে শহরের বিভিন্ন কেন্দ্র থেকে এসব পরীক্ষার্থীকে বহিষ্কার ও আটক করা হয়।
এদিকে আটক দুই পরীক্ষার্থীকে কুড়িগ্রাম সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ওয়াজেদ ওয়াসীফ। তবে তাদের পরিচয় প্রকাশে রাজি হননি তিনি।
তিনি বলেন, কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল কেন্দ্র এবং কুড়িগ্রাম রিভার ভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এক নারী প্রার্থীসহ দুজনকে আটক করা হয়। তারা মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষার প্রশ্নের ছবি তুলেছিলেন। তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটি তদন্ত করা হচ্ছে। এ জন্য তাদের পরিচয় প্রকাশ করা যাচ্ছে না।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার বলেন, কেন্দ্রে দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট দুই প্রার্থীকে আটক করে পুলিশে দিয়েছেন। সন্ধ্যা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আটকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার তৃতীয় ধাপের (জেলা দ্বিতীয়) নিয়োগ পরীক্ষায় জেলার চার উপজেলার ১২ হাজার ৫০৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। এরআগে গত ২০ জুন জেলার প্রথম ধাপের পরীক্ষায় পাঁচ উপজেলার ১৩ হাজার ৯৪১ প্রার্থী অংশ নিয়েছিল। সর্বশেষ তথ্যমতে জেলায় সহকারী শিক্ষক পদে ৩৬৬ পদ শূন্য রয়েছে। এ পদের বিপরীতে দুই ধাপে ২৬ হাজার ৪৪৬ প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন।
মাসুদ রানা/আরএইচ/এএসএম