ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী রাব্বীর দাফন

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৬ জুন ২০২২

সাভারে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রকৌশলী কাওছার আহম্মেদ রাব্বীর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (৬ জুন) সকাল ১০টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার আগে বাড়ির পাশের পুনতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

রোববার (৫ জুন) সকাল সাড়ে ৮টায় কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন রাব্বী

গোবিন্দগঞ্জ উপজেলার পুনতাইড় গ্রামের সেকেন্দার আলীর ছেলে রাব্বী। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। বুয়েট থেকে পাস করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে প্রকৌশলী হিসেবে যোগদান করেন তিনি।

নিহত রাব্বীর স্বজনরা জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে রাব্বী তৃতীয় ছিলেন। চার বছর আগে তিনি বিয়ে করেছিলেন। তার দেড় বছর বয়সী এক ছেলে রয়েছে। এছাড়া তার স্ত্রী নিলুফা ইয়াসমিন নীলা ৯ মাসের অন্তঃসত্ত্বা।

রাব্বীর শ্বশুর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা নূরুন্নবী জানান, তার মেয়ে নীলা ৯ মাসের অন্তঃসত্ত্বা। আগামী বৃহস্পতিবার তার সিজারিয়ানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাহিদ খন্দকার/এমআআর/এমএস