ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কর্মবিরতিতে বাংলাবান্ধা স্থলবন্দরে কার্যক্রম ব্যাহত

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০৪:৪১ পিএম, ০৭ জুন ২০২২

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কর্মবিরতি পালন করেছেন সিঅ্যান্ডএফ এজেন্টরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৭ জুন) দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

দিনব্যাপী সিঅ্যান্ডএফ এজেন্টদের কর্মবিরতির কারণে স্থলবন্দরের আমদানি-রপ্তানি ব্যাহত হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের লাইসেন্সিং বিধিমালা ২০২০ সংশোধনসহ বিভিন্ন দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ সিঅ্যান্ডএফ ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।

কর্মবিরতিতে বাংলাবান্ধা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক রেজাউল করিম রেজা, যুগ্ম-আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন মুসা, সাইদুর রহমান, সদস্য সাদেকুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন।

সফিকুল আলম/এসআর/এমএস