ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শীতলক্ষ্যা নদীতে ভেসে এলো অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি | মুন্সিগঞ্জ | প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ০৯ জুন ২০২২

মুন্সিগঞ্জ সদরে চরমুক্তারপুর সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে নদীতে ভাসমান ও অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

মুক্তারপুর নৌপুলিশ ফাড়ির ইনচার্জ মো. লুৎফর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নদীতে এক ব্যক্তির মরদেহ ভাসছে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চির মতো। পরনে জিনস প্যান্ট রয়েছে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক সুরতহালে শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়ায় যায়নি, তবে পচন ধরেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপালে পাঠানো হয়েছে।

আরাফাত রায়হান সাকিব/এসআর/এমএস