ঐতিহ্য ফেরাতে কলাপাতায় দইচিড়ার উৎসব
ঐতিহ্য ফিরিয়ে আনতে মেহেরপুরে হয়ে গেল কলাপাতায় দইচিড়া ও আম খাওয়ার উৎসব। শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আমঝুপি নীলকুঠিতে এ আয়োজন করেন ২০০৫ সালের এসএসসি পরীক্ষার্থীরা।
উৎসবে অংশ নেওয়া নুর ইসলাম জানান, আমাদের দাদা দাদিরা গল্প করেন আগে অনুষ্ঠানে কলাপাতায় বিভিন্ন পদের খাবার খেতে দেওয়া হত। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় কলাপাতায় খাবার খাওয়ার যে ঐতিহ্য ছিল সেটা বিলুপ্তির পথে। আজ কলাপাতায় খাবার খেতে পেরে আত্মতৃপ্তি লাগছে। এমন আয়োজন আগামীতে চলমান থাকবে বলে প্রত্যাশা তার।
উৎসবে অংশ নেওয়া আইনজীবী রাকিবুল ইসলাম বলেন, আমার কাছে এটা একটা নতুন অভিজ্ঞতা। কলাপাতায় দইচিড়া কেন বর্তমানে কোনো উৎসবে এই পাতার ব্যাবহার হয় না। আগে বিভিন্ন অনুষ্ঠানে এই পাতার ব্যবহার হত।

আয়োজক কমিটির আহ্বায়ক জারাফত ইসলাম বলেন, কলাপাতায় দইচিড়া খাওয়া গ্রামীন ঐতিহ্য। বর্তমানে এই ঐতিহ্য আর দেখা যায় না। বর্তমান প্রজন্মের কাছে এই হারিয়ে যাওয়া উৎসব পুনরায় ফিরিয়ে আনার লক্ষ্যে এ আয়োজন।
তিনি বলেন, আগে গ্রামগঞ্জে কলাপাতায় বিভিন্ন অনুষ্ঠানে খাবার খেতে দেওয়া হত। আধুনিকতার ছোঁয়ায় এই ঐতিহ্য বর্তমানে বিলুপ্তির পথে। এই ঐতিহ্য ধরে রাখার জন্য আগামীতে এই আয়োজন অব্যাহত থাকবে।
আসিফ ইকবাল/এফএ/এএসএম
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ