পরিত্যক্ত ১৯ ককটেল নিষ্ক্রিয় করলো বোম্ব ডিসপোজাল ইউনিট
মানিকগঞ্জের শিবালয়ে পরিত্যক্ত অবস্থায় ১৯টি ককটেল, দুটি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে পুলিশ। পরে উদ্ধার হওয়া ককটেলগুলো নিষ্ক্রিয় করে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।
রোববার (১২ জুন) সকালে উপজেলার উলাইল ইউনিয়নের টেপড়া শিবরামপুর এলাকা থেকে ককটেলসহ এসব অস্ত্র উদ্ধার করা হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন জানান, প্রথমে এক ব্যক্তির কাছে খবর পান টেপড়া এলকায় খালেক চেয়ারম্যানের বাড়ির কাছে একটি ঝোপের মধ্যে দুটি চাপাতি পড়ে আছে। সেখানে যাওয়ার পর চাপাতির পাশে ১১টি ককটেল ও একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।
এরপর খবর আসে দেড় কিলোমিটার দূরে একটি পাটক্ষেতের ভেতর বাজারের ব্যাগে ককটেল সদৃশ বস্তু আছে। সেখান থেকে আরো ৮টি ককটেল উদ্ধার করা হয়।
ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিষ্ক্রিয় করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মানিকগঞ্জ পুলিশ সুপার গোলাম আজাদ খান ও শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নূরজাহান লাবনী। ধারণা করা হচ্ছে, ককটেল ও অস্ত্রগুলো ডাকাতি অথবা নাশকতার উদ্দেশ্যে লুকিয়ে রাখা হয়েছিল।
ওসি মো. শাহীন আরও জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বি.এম খোরশেদ/এফএ/এমএস