সড়কে প্রাণ গেলো ৫ জনের
সারাদেশে মঙ্গলবার (১৪ জুন) সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে চট্টগ্রামে দুজন, বগুড়ায় একজন, যশোরে একজন ও খুলনায় একজন রয়েছেন।
পৃথক সময়ে এসব দুর্ঘটনা ঘটে। জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক, জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো খবর—
চট্টগ্রাম
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় মালবাহী ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার বারইয়ারহাট-খাগড়াছড়ি সড়কের করেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রুবেল (৩০) স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অপর নিহত মো. ইউসুফ একই ইউনিয়নের পূর্বঅলীনগর গ্রামের বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক।
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ বলেন, ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক মো. ইউসুফ ও যাত্রী মো. রুবেল ঘটনাস্থলেই মারা যান। বাকি আহত দুই যাত্রীকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খুলনা
খুলনার কয়রায় সড়ক দুর্ঘটনায় রমজান আলী (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। দুপুর আড়াইটার দিকে উপজেলার বমিয়া সরদারবাড়ী মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রমজান আলী উপজেলার বামিয়া গ্রামের কিনু আলী সরদারের ছেলে। সে বামিয়া এম এম মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, সাইকেলে করে বিদ্যালয় থেকে বাড়ি যাচ্ছিল কিশোর রমজান আলী। বামিয়া সরদারবাড়ী মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাইকগাছাগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে সাইকেল থেকে সড়ক ছিটকে পড়ে। বাসের সামনের চাকা তার মাথার ওপরে উঠে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
কয়রা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবন দাশ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষিণকভাবে ঘটনাস্থলে যায়। বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয় এবং সড়ক অবরোধ করে রাখে। তাদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
বগুড়া
বগুড়ার আদমদীঘিতে অসুস্থ আত্মীয়কে দেখে ফেরার পথে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে রোলারের চাকায় পিষ্ট হয়ে বেনু বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুসুম্বি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেনু বেগম নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের তছির উদ্দিনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, আদমদীঘি-আবাদপুকুর সড়কের কুসুম্বী এলাকায় সড়ক সংস্কারের কাজ চলছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে আদমদীঘি থেকে অসুস্থ এক আত্মীয়কে দেখে ফিরছিলেন তছির উদ্দিন। তার মোটরসাইকেলের পেছনে বসা ছিলেন স্ত্রী বেনু বেগম। কুসুম্বী এলাকা অতিক্রম করার সময় মোটরসাইকেল থেকে পড়ে যান বেনু।
এ সময় রোলারের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পরিবারের লোকজন এসে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
যশোর
যশোরের কেশবপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আশরাফ উদ্দিন (৫০) নামের বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন।
সকালে কেশবপুর পৌর শহরের ত্রিমোহিনী মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তিনি বদলির আদেশ পেয়ে নতুন কর্মস্থল মাদারীপুরে যাচ্ছিলেন।
নিহত আশরাফ উদ্দিন উপজেলার ডুমুরিয়া গ্রামের মৃত নওয়াব আলী সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলযোগে যশোরের দিকে যাচ্ছিলেন আশরাফ উদ্দিন। এ সময় যশোর দিক থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি বালুবোঝাই ট্রাক (সাতক্ষীরা ট ৫-০৫০) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।
আলমগীর হান্নান/মিলন রহমান/এসআর/এএসএম