ভোটের আগে মেহেরপুর সদর থানার ওসি প্রত্যাহার
ওসি শাহ দারা খান
মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খানকে নির্বাচনের আগের দিন প্রত্যাহার করা হয়েছে। এই ওসিকে প্রত্যাহারের জন্য পুলিশের মহাপরিদর্শক বরাবর লিখিত চিঠি দেয় নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে মঙ্গলবার (১৪ জুন) তাকে প্রত্যাহার করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবু আনছার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাচন কমিশনের চিঠিতে বলা হয়েছে, মেহেরপুর পৌরসভা নির্বাচনে ওসি শাহ দারা খাঁন পক্ষপাতমূলক আচরণ করছেন বলে অভিযোগ দিয়েছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। তার প্রত্যাহার চেয়েছেন প্রার্থীরা।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসে তাকে মাগুরা জেলায় বদলি করা হলেও তিনি মেহেরপুর থেকে বদলির আদেশ না নিয়ে বহাল ছিলেন।
বুধবার (১৫ জুন) সকাল ৮টায় মেহেরপুর পৌরসভাসহ চার ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে।
আসিফ ইকবাল/এফএ/এমএস
সর্বশেষ - দেশজুড়ে
- ১ চেক জালিয়াতি মামলায় ওয়ারেন্টভুক্ত বিএনপি নেতা গ্রেফতার
- ২ মানিকগঞ্জে আগুনে পুড়লো বিআইডব্লিউটিএ’র গোডাউন
- ৩ রেললাইনে আগুন দিয়ে ৫ ঘণ্টা অবরোধ বিএনপি নেতাকর্মীদের, চরম দুর্ভোগ
- ৪ স্বামীকে হত্যাসহ ১০ মামলার আসামি আওয়ামী লীগ নেত্রী গ্রেফতার
- ৫ ফিটনেস-অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়া সেন্টমার্টিনে যাবে না জাহাজ