ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

অর্ধশত সিঁড়ি বেয়ে কাঁধে চড়ে ভোটকেন্দ্রে সুলতান

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০২:৫০ পিএম, ১৫ জুন ২০২২

উৎসবমুখর পরিবেশে কড়া নিরাপত্তায় রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদে ৯টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমে এই ভোটগ্রহণ চলবে।

মিশন এলাকার বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, স্কুলের অর্ধশত সিঁড়ি বেয়ে ভাইপো ও ছেলের কাঁধে চড়ে ভোট দিতে আসেন ৮০ বছর বয়সী অসুস্থ সুলতান আহমদ। পরিবারের সদস্যদের সহায়তায় ভোট দিতে আসতে পেরে আনন্দ প্রকাশ করেন তিনি।

সুলতান আহমদ বলেন, এই বয়সে অনেকগুলো সিঁড়ি বেয়ে এসে ভোট দেওয়া আমার পক্ষে সম্ভব না। শরীরও আগের মতো চলে না। ভালো করে হাঁটতেও পারি না। তাই ভাইপো ও ছেলে ভোট দিতে নিয়ে এসেছে। ভোট দিতে পেরে খুব আনন্দ লাগছে।

তিনি আরও জানান, ভোটকেন্দ্রে তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। আমি নিজের ভোট নিজে সুষ্ঠু ও সুন্দরভাবে দিতে পেরেছি।

আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আকতার হোসেন জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, এই ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান দায়িত্ব পালন করছেন। অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে নির্বাচন চলছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এই ইউনিয়নে চেয়ারম্যান পদে ২ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ২১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতোমধ্যে ২ জন ইউপি সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই ইউনিয়নে ভোট ভোটার ১০ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৮৮ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৬৭২ জন।

সাইফুল উদ্দীন/এফএ/এমএস