ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

প্রধানমন্ত্রীর জন্য জীবন দিতে হাজার যুবলীগ কর্মীর শপথ

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:৫১ পিএম, ১৬ জুন ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন রক্ষায় প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করার শপথ নিয়েছেন নোয়াখালীর কবিরহাট উপজেলার এক হাজার যুবলীগ কর্মী।

বুধবার (১৫ জুন) বিকেলে কবিরহাট বাজারে যুবলীগ আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে মুজিব চত্বরে এক সমাবেশে তারা এ শপথ নেন।

উপস্থিত নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান কবিরহাট পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আলাবক্স তাহের টিটু।

jagonews24

তিনি বলেন, মহানবী হযরত মোহাম্মদকে (সা.) নিয়ে কটূক্তি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে সমাবেশে দরুদ পাঠ করে আত্মাহুতির শপথ নিয়েছেন যুবলীগ কর্মীরা।

টিটু আরও বলেন, ‘পঁচাত্তরের ঘাতকদের সমর্থন করা মানেই হত্যার পরিকল্পনা করা। তাই আমরা বিশ্বাস করি শেখ হাসিনাকে বাঁচানোর মালিক আল্লাহ। তবে দলের তৃণমূলের কর্মী হিসেবে নেত্রীর জন্য প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত মর্মে যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে শপথ নিয়েছেন।’

কবিরহাট উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাঞ্জুর হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ নেতা ডা. একেএম জাফর উল্যাহ চৌধুরী, রেজাউল হক শাহীন, সাবেক মেয়র আলাবক্স তাহের টিটু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাঈদ কামাল চৌধুরী রিপন, ধানশালিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইয়াকুব নবী প্রমুখ।

jagonews24

বক্তারা বলেন, ‘গত একযুগে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নে ষড়যন্ত্রকারীদের গায়ে জ্বালা ধরেছে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণ থেকে সরাতে না পেরে হত্যার পরিকল্পনা করছেন। যুবলীগের নেতাকর্মীরা বেঁচে থাকতে তা কখনোই হতে দেবেন না। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে দেশের শান্তি ও উন্নয়নের স্বার্থে যুবলীগ কর্মীরা নিজেদের জীবন উৎসর্গ করে দেবেন।’

এ বিষয়ে কবিরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম জাগো নিউজকে বলেন, ‘বঙ্গবন্ধুকন্য জননেত্রী শেখ হাসিনা যুবলীগ নেতাকর্মীদের প্রাণ। আমরা তৃণমূলের কর্মীরা বেঁচে থাকতে আমাদের মায়ের সমতুল্য নেত্রীর কোনো ক্ষতি হতে দেবো না। এজন্য আমরা একযোগে আত্মাহুতির শপথ নিয়েছি।’

ইকবাল হোসেন মজনু/এসআর/জিকেএস