ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

খালের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৬ জুন ২০২২

জামালপুরের দেওয়ানগঞ্জে খালের পানিতে ডুবে মিথিলা আক্তার বৃষ্টি (১২) ও আসমানি আক্তার আসমা (১১) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে উপজেলার কাজানী ইউনিয়নের নয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

বৃষ্টি চর ডাকাতিয়া গ্রামের মোজাফফরের মেয়ে এবং আসমা একই এলাকার আছর উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির পাশে খাল পার হয়ে ছাগলের খাবারের জন্য পাট পাতা সংগ্রহ করতে গিয়ে শিশু বৃষ্টি ও আসমা নিখোঁজ হয়। অনেকক্ষণ খোঁজ না পেয়ে স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে খালের পানিতে তাদের মরদেহ ভাসতে দেখা যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডের থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহব্বত কবির।

মো. নাসিম উদ্দিন/এাআর/জিকেএস