ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেলো মা-ছেলের

জেলা প্রতিনিধি | গাইবান্ধা | প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৬ জুন ২০২২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) দুপরে উপজেলার কামদিয়া ইউনিয়নের মহিষমুড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন মহিষমুড়ী গ্রামের রফিকুল ইসলাম বাবু মিয়ার স্ত্রী রহিমা বেগম (৩৬) ও ছেলে রিফাত মিয়া (১২)।

রিফাত স্থানীয় একটি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

jagonews24

স্থানীয়রা জানান, বাড়ির পাশে ফাঁকা জমিতে গরু চরাচ্ছিল শিশু রিফাত। এক পর্যায়ে গরুটি পল্লি বিদ্যুতের পোলের টানার সঙ্গে জড়িয়ে পড়ে। এ সময় রিফাত গরুটিকে বাঁচাতে গিয়ে নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মা রহিমা বেগম ছেলেকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। কিছু সময় পর ঘটনাস্থলেই তারা মারা যান।

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসআর/জিকেএস