ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৭ জুন ২০২২

জামালপুরের সরিষাবাড়ীতে বিলের পানিতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শাকিল (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ জুন) সকালে উপজেলার কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈর বিলে এ ঘটনা ঘটে। শাকিল উপজেলার শুয়াকৈর দক্ষিণ পাড়া গ্রামের আনোয়ারের ছেলে ও জমশের আলী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্র জানায়, আষাঢ় মাস শুরু হওয়ার পর থেকে জেলার প্রতিটি উপজেলায় বৃষ্টি হচ্ছে। আর এ বৃষ্টিতে শাকিল শুক্রবার সকালে শুয়াকৈর বিলে মাছ ধরতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাতে বিলের পানিতে লুটিয়ে পড়ে সে। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সরিষাবাড়ী উপজেলা যুবলীগের সভাপতি এ কে এম আশরাফুল ইসলাম জাগো নিউজকে বলেন, আজ সকালে শাকিল কারেন্ট জালে মাছ ধরতে বিলে যায়। এমন সময় বজ্রপাতে বিলের পানিতে সে লুটিয়ে পড়ে। পরে তার মরদেহ বিলের পানিতে ভেসে ওঠে।

সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী জাগো নিউজকে বলেন, আজ সকালে মৃত অবস্থায় ছেলেটিকে হাসপাতালে আনা হয়েছিল। বজ্রপাতে তার মৃত্যু হয়।

মো. নাসিম উদ্দিন/এসজে/এমএস