জামালপুরে রাত থেকে ভারি বৃষ্টি, বাসাবাড়িতে পানি
জলাবদ্ধতায় বাসাবাড়িতেও ঢুকেছে পানি
জামালপুরে রাত থেকে ভারি বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় রেকর্ড হয়েছে ২২৭ মিলিমিটার বৃষ্টি। ফলে জামালপুর পৌর শহরের বিভিন্ন রাস্তাঘাট এবং বাসাবাড়িতে পানি ঢুকে জলাবদ্ধতা তৈরি হয়েছে। জরুরি কাজে বের হতে গিয়ে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পৌরবাসীকে। জলাবদ্ধতার কারণে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকটও।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাত থেকেই জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে পৌর শহরের কাচারীপাড়া, নিউ কলেজ রোড, ফকিরপাড়া, নয়াপাড়া, পাঁচরাস্তার মোড়, বোসপাড়া, সরদারপাড়া, স্টেশন বাজারসহ বিভিন্ন এলাকার বাসাবাড়ি ও রাস্তঘাট ডুবে যায়। শহরে দেখা দেয় তীব্র জলাবদ্ধতা।

এলাকাবাসীর অভিযোগ, পৌরসভার ড্রেন ও পানি নিষ্কাশনের রাস্তাগুলো সংস্কার না করায় পানি বের হতে পারছে না। ফলে দেখা দিয়েছে জলাবদ্ধতা।
স্থানীয় বাসিন্দা মনির উদ্দিন, আল-আমিন, আবুল কালাম আজাদসহ অনেকে বলেন, গতরাত থেকেই এ ভারি বৃষ্টি হচ্ছে। শহরের বেশিরভাগ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনেক বাসার মানুষ দূরদূরান্ত থেকে বিশুদ্ধ পানি ও খাবার সংগ্রহ করছেন।

তারা আরও বলেন, সদরের রাঙামাটিয়া গ্রামের ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে ৩০টি বসতবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর ও গাছ চাপাপড়ে পাঁচজন আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।
জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানু জাগো নিউজকে বলেন, জামালপুরে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। ফলে শহরের অধিকাংশ মানুষ পানিবন্দি। আমার নিজের বাড়িতেও পানি উঠেছে। তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে পানি নেমে যাওয়ার আশা করছি।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জাগো নিউজকে বলেন, এমন বৃষ্টিপাত শহরে গতবছর দেখেছিলাম। এরপর আর দেখিনি। গত ২৪ ঘণ্টায় জেলায় ২২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ফলে শহরের বিভিন্ন রাস্তাঘাট এবং বাসা বাড়িতে পানি উঠে দুর্ভোগ তৈরি হয়েছে।
মো. নাসিম উদ্দিন/এসজে/জিকেএস