ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০৩:৪৯ পিএম, ১৭ জুন ২০২২

নোয়াখালীতে হারুনুর রশিদ কাজল (৫৮) ও ইকবাল হোসেন (৪২) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুন) রাত সাড়ে ১১টায় নোয়াখালী শহরের হাউজিং এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হারুনুর রশিদ কাজল বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের আলাদি নগর গ্রামের মৃত আক্কাছ মিয়ার ছেলে ও ইকবাল হোসেন একই উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামের নুরুল আমিনের ছেলে।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা উদ্ধার করে। পরে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হলে মাদক মামলা দিয়ে তাদের গ্রেফতার দেখানো হয়।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে বলেন, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এমআরআর/জিকেএস