ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

১৮ মণের ‘বিগ বস’ বিক্রি হবে সাত লাখে

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৭ জুন ২০২২

বয়স মাত্র চার বছর। এখনই ওজন দাঁড়িয়েছে প্রায় ৭২০ কেজি বা ১৮ মণ। নাদুসনুদুস চেহারার ষাঁড়টি এরইমধ্যে সবার নজর কেড়েছে। ষাঁড়টি দেখতে প্রতিদিনই ভিড় করছেন আশপাশের এলাকার বাসিন্দারা। দূরদূরান্ত থেকে আসছেন ক্রেতারাও। মালিক শখ করে তার নাম রেখেছেন ‘বিগ বস’।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে ষাঁড়টিকে লালনপালন করা হয়েছে। মালিকের দাবি, আজ পর্যন্ত এটিকে মোটাতাজাকরণে কোনো ধরনের ভিটামিন ওষুধ খাওয়ানো হয়নি। সম্পূর্ণ প্রাকৃতিক খাবারে লালনপালন করা হয়েছে ষাঁড়টি।

ষাঁড়টির মালিক জামালপুরের সরিষাবাড়ীর সীমান্তবর্তী ব্রাহ্মণজানি বাজার সংলগ্ন মালিপাড়া এলাকার সুলতান মাহমুদ। তিনি ওই এলাকার শহীদ আলীর ছেলে।

jagonews24

সুলতান মাহমুদ বলেন, শাহিওয়াল জাতের ষাঁড় ‘বিগ বস’। ছোট থেকেই আমার ইচ্ছে ছিল এমন একটি গরু লালনপালন করার। দীর্ঘ চারবছর নিজ সন্তানের মতো তাকে লালনপালন করছি। ‘বিগ বস’ আমার সঙ্গে মায়ায় বাঁধনে জড়িয়ে গেছে, তাকে এখন বিক্রি করতে মন সায় দিচ্ছে না।

তিনি বলেন, ষাঁড়টির দাম সাত লাখ টাকা চাচ্ছি। তারপরও কেউ কিনতে আগ্রহ প্রকাশ করলে দাম কমবেশি করা যেতে পারে।

সুলতান মাহমুদের বাবা শহীদ আলী জাগো নিউজকে বলেন, ছেলের ইচ্ছেতেই গরুটি চার বছর ধরে লালনপালন করছি। সারাদিনই বিগ বসের যত্ন করতে হয়। খাওয়ানো, গোসল করানো ও পরিচর্যাসহ সবকিছু লক্ষ রাখতে হয়।

jagonews24

তিনি জানান, গরুটির ওজনের চেয়ে সৌন্দর্যই বেশি আকৃষ্ট করে সবাইকে। ষাঁড়টিকে এখন প্রতিদিন ২৫ থেকে ৩০ কেজি করে খাবার দিতে হচ্ছে। খাবারের তালিকায় রয়েছে কাঁচা ঘাস, শুকনো খড়, গমের ভুসি, খেসারির ভুসি, ভুট্টা ভাঙা, খৈল, কলা ও গুড়সহ নানারকম দেশীয় খাবার।

জীবন মিয়া নামে এক পথচারী জাগো নিউজকে জানান, তিনি একটি বেসরকারি কোম্পানির প্রতিনিধি হিসেবে কর্মরত। সেই সুবাদে এ রাস্তায় যাতায়াত করে থাকেন। তিনি দীর্ঘদিন ধরেই ষাঁড়টি দেখে আসছেন। তার মতে, এমন গরু এ উপজেলায় আর একটিও দেখেননি তিনি।

স্থানীয় বাসিন্দা আব্দুল আজিজ, আবুল, নাসির উদ্দিনসহ অনেকে বলেন, সরিষাবাড়ী উপজেলা এবং এর আশপাশের কয়েকটি উপজেলায় এমন গরু দেখিনি। চার বছর ধরে দেখছি, তারা গরুটিকে প্রাকৃতিক পরিবেশে লালনপালন করছেন।

jagonews24

সরিষাবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান (অতিরিক্ত দায়িত্ব) জাগো নিউজকে বলেন, শাহিওয়াল জাতের গরুর জন্য বিশেষ কোনো খাবারের প্রয়োজন নেই। এদেরকে সবুজ ঘাস ও দানাদার খাবার দিলেই চলে। আমাদের দেশের আবহাওয়া এ জাতের গরু পালনের জন্য খুবই উপযোগী। তাই এ জাতের গরু লালনপালনে খামারিদের উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/জিকেএস