ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে যমুনার পানি বাড়ছে, নতুন এলাকা প্লাবিত

জেলা প্রতিনিধি | জামালপুর | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৭ জুন ২০২২

উজানের পাহাড়ি ঢল ও অব্যাহত বৃষ্টিতে বাড়ছে যমুনা নদীর পানি। শুক্রবার (১৭ জুন) বিকেল পর্যন্ত যমুনার পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

শুক্রবার (১৭ জুন) সন্ধ্যায় পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক আব্দুল মান্নান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

jagonews24

তিনি বলেন, অব্যাহত বৃষ্টি ও পাহাড়ি ঢলে গত ২৪ ঘণ্টায় ৫৮ সেন্টিমিটার পানি বেড়ে বাহাদুরাবাদ ঘাট পয়েন্ট এলাকায় যমুনা নদীর পানি বিপৎসীমার ১২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, যমুনার পানি বাড়ায় ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ চিনাডুলি, দেওয়ান পাড়া, ডেবরাইপ্যাচ, বলিয়াদহ, পশ্চিম বামনা, বেলগাছা ইউনিয়নের কছিমার চর, দেলীপাড়, গুঠাইল, সাপধরী ইউনিয়নের আকন্দপাড়া, পূর্ব চেঙ্গানিয়ারসহ নদীপাড়ের আরও বেশকটি গ্রামে পানি প্রবেশ করেছে। এছাড়া পাথর্শী, নোয়ারপাড়া ও পলবান্দা ইউনিয়নের লোকালয়েও হুহু করে পানি প্রবেশ করতে শুরু করেছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গ যমুনাপাড়ের বেশকয়েকটি এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙন।

jagonews24

এছাড়া দেওয়ানগঞ্জের চিকাজানী ইউনিয়নের খোলাবাড়ি, চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী লম্বাপাড়ায় পানি ঢুকতে শুরু করেছে। এতে আতঙ্কে দিন কাটছে নদীর তীরবর্তী এলাকার লোকজনের।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পানি পরিমাপক আব্দুল মান্নান জাগো নিউজকে আরও বলেন, উজানের পাহাড়ি ঢলে প্রতিদিনই এভাবে কিছু না কিছু এলাকা প্লাবিত হতে থাকবে।

মো. নাসিম উদ্দিন/এমআরআর/জিকেএস