ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে যমুনার পানি, নিম্নাঞ্চল প্লাবিত

জেলা প্রতিনিধি | টাঙ্গাইল | প্রকাশিত: ০৯:৫৩ পিএম, ১৮ জুন ২০২২

টাঙ্গাইলে যমুনা নদীতে হু হু করে বাড়ছে পানি। শনিবার (১৮ জুন) সন্ধ্যায় পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে জেলার ১২ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

পানির তীব্র স্রোতে ভাঙছে আঞ্চলিক ছোটবড় রাস্তাঘাট। আতঙ্কে রয়েছেন নিম্নাঞ্চলের মানুষ। বাড়ছে অন্য নদীর পানিও।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় যমুনা নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপৎসীমা অতিক্রম করায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে।

আরিফ উর রহমান টগর/এসজে/জেআইএম