ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢলে ভেসে যাওয়া লাকড়ি ধরতে গিয়ে তরুণ নিখোঁজ

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০৯:১৮ পিএম, ১৯ জুন ২০২২

খাগড়াছড়ির চেঙ্গী নদীতে ভেসে যাওয়া লাকড়ি (খড়ি) ধরতে গিয়ে মো. আরিফ হোসেন (২০) নামের এক তরুণ নিখোঁজ হয়েছেন।

রোববার (১৯ জুন) দুপুরের দিকে খাগড়াছড়ির শব্দ মিয়া পাড়া এলাকায় নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকে তিনি নিখোঁজ।

নিখোঁজ আরিফ হোসেন শব্দ মিয়া পাড়ার বাসিন্দা মো. তাজুল ইসলামের ছেলে।

খাগড়াছড়ি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মো. শাহ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ আরিফের বড় ভাই মো. শরীফুল ইসলাম জানান, ‘টানা বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় লাকড়ি ভেসে যাচ্ছিল। এগুলো ধরতে দুই ভাই একসঙ্গে পানিতে লাফ দেয়। ছোট ভাই উঠে এলেও আরিফ উঠতে পারেনি। আমরা অনেক খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাইনি। সে বেঁচে আছে কি না আমরা তাও জানি না। বিভিন্ন জায়গায় জাল ফেলে তাকে খোঁজা হচ্ছে।’

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেস বড়ুয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবারের লোকজনসহ আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। তবে তাকে পাওয়া যায়নি।

মুজিবুর রহমান ভুইয়া/এসআর/জিকেএস