নোয়াখালীতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি
নোয়াখালীর কোম্পানীগঞ্জে রওশন আরা আক্তার মিতু (১৯) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ জুন) সকালে তার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মিতু বসুরহাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. আবদুল হালিমের মেয়ে। তিনি নানা হাজী ছেলামত উল্যার বাড়িতে থেকে জৈতুন নাহার কাদের মহিলা কলেজে দ্বিতীয় বর্ষে পড়াশোনা করে আসছিলেন।
স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিতু। তার ঝুলন্ত মরদেহ দেখে পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশে সংবাদ দেয়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাদেকুর রহমান জাগো নিউজকে বলেন, কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ইকবাল হোসেন মজনু/এসজে/এএসএম