ভিডিও ENG
  1. Home/
  2. দেশজুড়ে

নেত্রকোনায় বন্যা: দুজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৫:০৬ পিএম, ২১ জুন ২০২২

নেত্রকোনার কলমাকান্দা ও কেন্দুয়া উপজেলায় প্লাবিত এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের মরদেহ সীমান্তের ওপার থেকে ভেসে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের জুড়াইল গ্রামে বন্যার পানিতে ডিঙি নৌকা ডুবে জুলেখা বেগম (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) দুপুরে জুড়াইল গ্রামের হাওরে এ দুর্ঘটনা ঘটে। জুলেখা বেগম জুড়াইল দক্ষিণপাড়া গ্রামের হারেছ মিয়ার স্ত্রী।

স্থানীয় নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সারোয়ার জাহান কাউসার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বন্যার পানিতে বেড়ানোর জন্য কয়েকজন মিলে ডিঙি নৌকাযোগে জুড়াইল হাওরে যান জুলেখা বেগম। এ সময় প্রবল বাতাসে নৌকাটি দুলতে শুরু করলে জুলেখা বেগমের শিশুসন্তান তানজিনা (৭) পানিতে পড়ে যায় এবং নৌকাটি ডুবে যায়। পরে সন্তানকে বাঁচাতে তিনি পানিতে লাফ দেন।সন্তানকে উদ্ধার করতে পারলেও জুলেখা বেগম পানিতে ডুবে যান। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন স্বজনরা।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী হোসেন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জুলেখা বেগমের স্বামী ঢাকা থেকে রওনা হয়েছেন। বাড়িতে এলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে কলমাকান্দা থানার ওসি আব্দুল আহাদ জানিয়েছেন, খারনৈ ইউনিয়নের খাগগড়া গ্রামের প্লাবিত এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, মরদেহটি সীমান্তের ওপার থেকে পানিতে ভেসে এসেছে।

এইচ এম কামাল/এসআর/এমএস