বান্দরবানে তরুণকে অপহরণ করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকা থেকে মো. ইমরান (২২) নামের এক তরুণকে অপহরণের পর তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে বলে পরিবার থেকে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
অপহরণের শিকার ইমরান উপজেলার দক্ষিণ বাইশারী ইউনিয়নের মৃত মো. হাশেমের ছেলে। তিনি স্থানীয় একটি রাবার বাগানের সুপারভাইজার।
ওসি জানান, সোমবার (২০ জুন) রাতে ইমরানকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তপণ দাবি করা হয়েছে মর্মে পরিবার থেকে থানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। ওই তরুণকে উদ্ধারের চেষ্টা চলছে।
ইমরানের বড় ভাই মিজান জানান, বাইশারী ইউনিয়নের একটি রাবার বাগানে চাকরি করেন ইমরান। তিনি প্রায় সেখানে রাতযাপন করেন। সোমবার রাতে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ইমরানকে রাবার বাগান সংলগ্ন ঝিরি থেকে অপহরণ করে গহীন বনের দিকে নিয়ে যায়। পরে ইমরানের মোবাইলে ফোন করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। মুক্তিপণ না দিলে তার ভাইকে হত্যা করা হবে বলে হুমকি দিয়েছেন।
নয়ন চক্রবর্তী/এসআর/এমএস